বিএনপির বিদেশিদের হস্তক্ষেপ কামনা দেশবিরোধী: তথ্যমন্ত্রী

1099
শেয়ার করতে ক্লিক করুন

রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বিএনপির বিদেশিদের হস্তক্ষেপ কামনা দেশবিরোধী- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রামের দেওয়ানবাজারে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশে মাথাপিছু আয় বেড়েছে, কমেছে দারিদ্র্য। অথচ দেশের এমন সমৃদ্ধি অনেকের অপছন্দ। অনেক গণমাধ্যম ও ব্যক্তিবিশেষ দেশ এবং বিদেশ থেকে নানাভাবে ষড়যন্ত্র করছেন।

এ সময়, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের গ্রেফতার বিষয়ে ১২টি দেশের দূতাবাসের বিবৃতির সমালোচনা করে কূটনৈতিকদের ‘ভিয়েনা কনভেশন’ স্বরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন