খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইন মন্ত্রণালয়ের মত

1179
শেয়ার করতে ক্লিক করুন

শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস।

বৃহস্পতিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করছে। নিয়মানুযায়ী, এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করবে সরকার।

গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের ২৪ তারিখ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে।

২০২০ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এ নিয়ে ৬ বার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানান, পরিবারের আবেদন পেলে তারা তা বিবেচনা করবেন।

শেয়ার করতে ক্লিক করুন