মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে ওঠেছে: ফখরুল

1180
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে ওঠেছে। এর মধ্যদিয়েই বর্তমান সরকারের পতন হবে। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জহুর হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, নষ্ট সময় চলছে, রাজনীতি বদলে গেছে। এ নষ্ট সময়ে মাওলানা ভাসানীকে সরকার অনুসরণ করতে চায় না।

জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে জানিয়ে ফখরুল বলেন, বাংলাদেশের যে পর্যায়, এ সময়ে মাওলানা ভাসানীর ত্যাগকে অনুসরণ করলেই এগিয়ে যাওয়া সম্ভব। বিএনপির লড়াই অস্তিত্বের লড়াই; এ লড়াইয়ে জিততে হলে ভাসানীকে অনুসরণ করতে হবে।

বিএনপির সমাবেশে সাধারণ মানুষ অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় এগিয়ে গেলে বিএনপি সফল হবেই।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ভীরু বলেই শান্তিপূর্ণ সমাবেশে আসা নেতাকর্মীদের গ্রেফতার করছে।

শেয়ার করতে ক্লিক করুন