বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে অনুরোধ জানানো হয়েছে: আইনমন্ত্রী

1163
শেয়ার করতে ক্লিক করুন

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কানাডার হাইকমিশনারের সাথে সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি। পরে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড হতে পারে, এমন কোনো দেশের নাগরিককে ফেরত দেয় না কানাডা। তারপরও নূর চৌধুরীকে ফেরত দিতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার কোনো ভাবনা নেই; এমনটা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নির্বাচন পর্যবেক্ষক থাকার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ হচ্ছে না বলেও কানাডার হাইকমিশনারকে জানান আইনমন্ত্রী।

শেয়ার করতে ক্লিক করুন