জনগণ সঙ্গে নেই জেনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

1178
শেয়ার করতে ক্লিক করুন

জনগণ ও প্রান্তিক নেতাকর্মীরা সঙ্গে নেই জেনে আতঙ্কিত হয়ে ২০১৪ ও ১৮ সালের মতো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সর্ববৃহৎ বাৎসরিক অনুষ্ঠান ফল সেমিস্টার ওরিয়েন্টেশন এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক স্থানে তাদের ওপর চড়াও হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

কোথাও কোথাও নিজেরাই নিজেদের সমাবেশ ভণ্ডুল করছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তায় সতর্ক পাহারায় থাকার।

সমাবেশ বা কর্মসূচিতে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হওয়ার কথা প্রমাণ করে সরকার নয়, বিএনপিই আতঙ্কিত বলেন ড. হাছান।

শেয়ার করতে ক্লিক করুন