বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মৎস্যর সেই ৫১২ জন কর্মচারি

1286
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মৎস্যর সেই ৫১২ জন কর্মচারি। কর্মচারিগণ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোক ব্যনারে একটি র‌্যালী নিয়ে মৎস্য ভবনে যায়। মৎস্য ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পুস্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, সুমন সরকার, রকিবুজ্জামান দেবরাজ, মনোয়ারা আক্তার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশে মৎস্য হবে ২য় অর্থনৈতিক খাত। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন দক্ষ জনবল। আর মৎস্য অধিদপ্তরে দীর্ঘ ৭ বছর কাজ করা ইউনিয়ন প্রকল্পের এই ৫১২ জন দক্ষ জনবলের বিকল্প নেই। তাই অনতিবিলম্বে এই দক্ষ জনবলকে রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানান বক্তরা।

উল্লেখ, চাকরি স্থায়ীকরণের দাবিতে মৎস্যের ৫১২ কর্মচারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় তিন মাস ধরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করতে ক্লিক করুন