বারবার একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৯ আগস্ট) চট্টগ্রামের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু একটি গোষ্ঠী বারবার সেই সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তিকে রুখে দিতেও আহ্বান জানান হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক স্লোগান দেয় এবং সময়ে সময়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়। তারা নির্বাচন আসলে সাম্প্রদায়িক স্লোগান দেয় এবং আওয়ামী লীগকে গালাগাল করে যে, আমরা হিন্দুদের দল। আমরা সব মানুষের দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সব মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ।