জিয়া ও বিএনপিকে ঘিরে লিখিতভাবে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলায়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার যৌথ এই আয়োজনে তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়া ও বিএনপিকে ঘিরে লিখিতভাবে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। বন্যায় ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। তবে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা না করে পদ্মা সেতু উদ্বোধনের উৎসবে মেতেছে সরকার।
তিনি বলেন, বন্যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এ অবৈধ সরকার পতনের আন্দোলন সফল করতে হলে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। জ্ঞান চর্চাই একমাত্র আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।