স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্ত করে যদি কারও গাফিলতি থাকে, তাহলে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার (৬ জুন) দুপুর ২ টার ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আগুন নেভাতে গিয়ে আমাদের ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। ১৫ জন সিমএইচসহ ঢাকায় তিনটি হাসপাতালে আইসিইউতে আছেন।
এ সময় হাসপাতালে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাসপাতালে এসে ভিড় করবেন না। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে।