ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র এখন রাশিয়ার দখলে

1410
ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র এখন রাশিয়ার দখলে
শেয়ার করতে ক্লিক করুন

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশনাল কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করছে।

সেখানে বলা হয়, স্টেশন কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং পাওয়ার ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। এর আগে রাশিয়ার গোলাবর্ষণে জাপোরিঝঝিয়ায় আগুন ধরে যায়। পরে অবশ্য সেই আগুন নেভানো হয়।

এদিকে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার পর রাশিয়ার ওপর বেজায় চটেছেন বিশ্ব নেতারা। তারা বলছেন, এর মাধ্যমে পুরো মহাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে রাশিয়া।

বিবিসি জানিয়েছে, রুশ হামলার পর বিদ্যুৎকেন্দ্রের সীমানায় একটি ভবনে আগুন ধরে গেলে তা নেভাতে সক্ষম হয় ইউক্রেনের জরুরি সেবা। অন্যদিকে এমন হামলাকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে ‘প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে পড়তে পারে’ বলেও জানান তিনি।

আর ওই কেন্দ্রের আশেপাশে সামরিক কর্মকাণ্ড বন্ধে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার এই ‘ভয়াবহ হামলা’ ‘অবশ্যই দ্রুত বন্ধ’ করতে হবে।

শেয়ার করতে ক্লিক করুন