খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ: তথ্যমন্ত্রী

1456
খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে: তথ্য মন্ত্রী
শেয়ার করতে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাঠাতে চায় আর খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি চলে যায়। আর এতে বিএনপির মন খারাপ হয়ে যায়। খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে এখন বিএনপি নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তাই এখন তারা আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না।’

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের এই উন্নয়ন ও অগ্রগতি আরও অনেক বেশি হতে পারতো, যদি বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো।

সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপত্বিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন