ইসি গঠনে শিগগির কাজ শুরু করবে সার্চ কমিটি

1457
শেয়ার করতে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাবে শিগগিরই কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি- বিচারপতি ওবায়দুল হাসান। কমিটির আরেক সদস্য ছহুল হোসাইন জানিয়েছেন, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।

আর নাম প্রস্তাবের ক্ষেত্রে, স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এমন ব্যক্তিরদের প্রাধান্য দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার জারি হয় প্রজ্ঞাপন। দায়িত্ব পাওয়ার পর সার্চ কমিটির সভাপতি জানান, খুব শিগগিরই কাজ শুরু করবেন তারা।

৬ সদস্যের সার্চ কমিটিতে আছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। সার্চ কমিটির সদস্য হওয়ার পর তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নিরপেক্ষতার বিষয়ে কোনো আপস হবে না।

স্বাধীনভাবে যারা কাজ করতে পারবেন ইসি গঠনে নাম প্রস্তাবের ক্ষেত্রে সার্চ কমিটিকে তাদের বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। আর যাদের নাম প্রস্তাব করা হবে তাদের পরিচয় প্রকাশেরও দাবি তাদের।

আইন অনুযায়ী নাম প্রস্তাবের জন্য ১৫ কার্যদিবস সময় পাওয়ার কথা থাকলে তা পাচ্ছে না সার্চ কমিটি। কারণ বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।

শেয়ার করতে ক্লিক করুন