সার্চ কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের খুঁজে নেবে: রিজভী

1460
শেয়ার করতে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠন আইনের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আইনের মাধ্যমে আগামী নির্বাচনে অবৈধভাবে জয়ী হওয়ার নীলনকশা করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে সার্চ কমিটি করার কথা বলা হচ্ছে সেই কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের অনুসারীদেরকেই খুঁজে নেবে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। বলেন, ‘বিএনপি নয়; আওয়ামী লীগই মূলধারার রাজনীতি থেকে সরে গেছে। জনগণ সেটা বোঝে।’

তিনি বলেন, ‘আপনারা হয়তো ভুলে গেছেন জনগণের শক্তির কথা। এই শক্তি একবার জেগে উঠলে কোনোভাবেই থামানো যাবে না।’

এ সময়, জাতীয়তাবাদী কৃষক দলের নেতাদের মাঝে দায়িত্ব বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির শীর্ষ এই নেতা। একইসাথে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

শেয়ার করতে ক্লিক করুন