অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুতি রয়েছে। আশা করছি ততটা ভয়াবহ কিছু হবে না।
আজ রোববার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, এবারও সেভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারব।
ব্যবসায়ীদের প্রণোদনা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো যাদের জন্য তারা অবশ্যই পাবে। বিলম্ব হলেও সেটা বাতিল হয়ে যাবে না। যে শর্তসাপেক্ষে আমরা দিয়েছি, সেই শর্ত পূরণ করলে তারা সেটি পেয়ে যাবে।