বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবারের করা আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে। তাই নতুন করে এটি বিবেচনার কোনও সুযোগ নেই। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য ওকাব অনুষ্ঠানে একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ আইনি। যদিও সরকার মানবিক কারণেই নির্বাহী আদেশে তাকে শর্তযুক্ত মুক্তি দিয়েছে। তবে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে আইনি মোকাবিলা ছাড়া পথ খোলা নেই বলে আবারো সাফ জানালেন আইনমন্ত্রী।
অন্যদিকে, তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নয় বলেও জানান তিনি।