নিজস্ব প্রতিবেদকঃ
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন তারা এটি দেখবেন।
তিনি আরও বলেন, তবে, আমি কি মতামত দিয়েছি তা এখন বলা যাবে না। কারণ এটা গোপন বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান আনিসুল হক।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ১৭ নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন দেশের যে কোনো একটিতে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।