বিশ্বে করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখের বেশি

1603
শেয়ার করতে ক্লিক করুন

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ছয় হাজার ২৪০ জন। একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাত লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সর্বোচ্চ এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৪২ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৪১৬ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৯২ জন এবং সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৭৬০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৮ হাজার ৮৩৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৯ হাজার ৪৭ জন।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের।

তালিকায় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯০৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন।

কয়েকদিন ধরে মৃত্যুর শীর্ষে থাকা রাশিয়া রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন দুই লাখ ৯৮ হাজার ২২২ জন। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৪১ হাজার ৮১২ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫০ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

২০১৯-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করতে ক্লিক করুন