শিক্ষার্থীদের পোশাক পরে উস্কানি দিয়েছেন একটি দলের নেত্রী: ওবায়দুল কাদের

1627
শেয়ার করতে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে একটি রাজনৈতিক দল। রামপুরায় দুর্ঘটনার পর শিক্ষার্থীদের পোশাক পরে উস্কানি দিতে দেখা গেছে একটি দলের নেত্রীকে, যার ভিডিও ফুটেজ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নিরাপদ সড়কের লক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে রোড শো এর আয়োজনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর পর বেশিরভাগ শিক্ষার্থী ঘরে ফিরে গেলেও কেবল রামপুরা এলাকাকে ঘিরে আন্দোলন চলছে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমেছে, তবে মৃত্যু বেড়েছে। মহাসড়কে তিন চাকার ধীরগতির গাড়ি চলাচল বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। এছাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে কি না, সেটিও তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করতে ক্লিক করুন