সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য কয়েকজন নেতা জড়িত, তাদের পরিচয় সামনে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে পিছিয়ে দিতে একটি চক্র এই সহিংসতার ঘটনা ঘটাচ্ছে।
পরে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আর হত্যা বা সন্ত্রাসের মত ঘটনা ঘটবেনা তা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কারা কখন কি ঘটনা ঘটাতে পারে তা আইনশৃঙ্খলা বাহিনীর খবর রাখছে। তারপরও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কুমিল্লা থেকে শুরু করে রংপুর পর্যন্ত ঘটনার সাথে বিএনপি জামায়াত জড়িত থাকার ঘটনার কথা সরকারের কাছেও রয়েছে। তবে সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে জানানো হবে।
আর যদি এ ঘটনায় আওয়ামী লীগের কেউও জড়িত থাকে সেটাও বের হয়ে আসবে। দল বা গোষ্ঠীর জন্য কেউ পার পাবেনা। তবে, এসব ঘটনায় গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।