চীন থেকে আরও ৫৫ লাখ টিকা আসছে বৃহস্পতিবার

1881
শেয়ার করতে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) চীন থেকে আরও ৫৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে পৌঁছাবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, গতকাল সোমবার (১৮ অক্টোবর) রাত ১১ টায় চীনের সিনোফার্ম-এর ১০ লাখ ডোজ এবং রাত ১২ টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

এছাড়া আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১ টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এখন পর্যন্ত সব মিলিয়ে সিনোফার্মের ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা দেশে পৌঁছেছে বলে জানা গেছে। এছাড়া কোভ্যাক্স থেকেও বিনামূল্যে সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

শেয়ার করতে ক্লিক করুন