সম্প্রীতি নষ্টের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইসকনের সদস্যরা। সোমবার (১৮ অক্টোবর) সকালের দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
দেশের বিভিন্ন জেলায় মন্দির ও মণ্ডপে হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন। ঢাকার আশপাশের এলাকা থেকে তারা শাহবাগে জড়ো হয়েছেন। এ সময় তারা মন্দির ও মণ্ডপে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় ইসকন সদস্যরা সরকারের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন তারা। এদিকে রংপুরে নাশকতার প্রতিবাদে লালমনিরহাটের মিশন মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।