মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে মমতা

1863
শেয়ার করতে ক্লিক করুন

ভোট গণনা চলছে ভবানীপুর উপনির্বাচনের। গণনা যতো এগোচ্ছে ভোটের ব্যবধান ততো বাড়ছে মমতা’র। চতুর্থ রাউন্ড শেষে ১২ হাজার ৪৩৫ ভোটে এগিয়ে মমতা ব্যানার্জী। মোট ২১ রাউন্ড গণনা হবে। এর পরই ফল প্রকাশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভবিষ্যৎ নির্ধারণী উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। তৃতীয় রাউন্ড শেষে চার হাজার ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী।

রবিবার সকাল ৮টায় মমতার ভবানীপুর আসনসহ পশ্চিমবঙ্গের মোট তিন বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়। বাকি দু’টি আসন- জঙ্গিপুর ও শমসেরগঞ্জ।

তবে সবার নজর হাইভোল্টেজ আসন ভবানীপুরে। এই আসনেই দ্বিতীয়বার ‘পরীক্ষা’য় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথম রাউন্ড গণনায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে ছিলেন মমতা।

শেয়ার করতে ক্লিক করুন