বাংলাদেশ-ফিলিপাইনে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

1923
শেয়ার করতে ক্লিক করুন

বাংলাদেশ ও ফিলিপাইনে ৮০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এ ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ। করোনা মহামারির সবশেষ ঢেউ থেকে বিশ্বকে সুরক্ষায় এ সহযোগিতা করছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানান, আগামী সপ্তাহের প্রথম দিকে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পাঠানো হবে। আর আগামী সপ্তাহ নাগাদ ৫টি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ ভ্যাকসিন ফিলিপাইনে পাঠানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কোভ্যাক্স কর্মসূচির আওতায় এবার ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন বাংলাদেশ ও ফিলিপাইনে পাঠাবে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা প্রশাসন বুঝতে পেরেছে, করোনা মহামারির অবসান ঘটাতে হলে গোটা বিশ্ব থেকে এটি নির্মূল করতে হবে। তাই এ সহায়তা। একক দেশ হিসেবে ভ্যাকসিন ক্রয় এবং অনুদানের ক্ষেত্রে বৃহত্তম প্রতিনিধিত্ব করছে তারা।

গত সপ্তাহে বাংলাদেশে ২৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির লাখ লাখ ডোজ ভ্যাকসিন এদেশে এসেছে।

ডি/

শেয়ার করতে ক্লিক করুন