করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত কমলো

2032
শেয়ার করতে ক্লিক করুন

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৩১ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন।

শুক্রবার (১ অক্টোবর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ২৩ জনের এবং শনাক্ত হয়েছে ৮৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৭৯৮ জনের এবং পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৭০টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৯ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৫, খুলনায় ৪, রাজশাহীতে ১, বরিশালে ১ ও সিলেটে ১ জন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রংপুরে কেউ মারা যায়নি।

শেয়ার করতে ক্লিক করুন