চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ

2086
শেয়ার করতে ক্লিক করুন

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সংগে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায় সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এসময় নেতা-কর্মীদের সংগে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপি’র ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, জিয়া’র মাজারে ফুল দিতে এসেছিলাম আমরা। পুলিশের কাছে অনুমতি নেওয়া ছিলো। কিন্তু মাজারে ঢোকার সব পথ বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল ও গুলি করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

শেয়ার করতে ক্লিক করুন