দিনের ব্যবধানে বদলে গেল পরীমনির রূপালী জগতের জীবন
দিনের ব্যবধানে বদলে গেলো পরীমনির রূপালী জগতের ঝলমলে জীবন। মাদকের দুই মামলায় পরীমনিসহ চার আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বনানী থানায় তাদের হস্তান্তর করে র্যাব। মামলার তদন্তভার দেয়া হয়েছে ডিবিকে।
চিত্রনায়িকা থেকে মাদক মামলার আসামি। আর তাইতো শ্যুটিং সেটের রুদ্ধশ্বাস বিচারিক পর্বের বাস্তব মঞ্চায়ন চলছে। আদালত চত্বরে তাকে ঘিরে নিরাপত্তাবলয় ও উৎসুক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
যদিও জীবনের অনাকাঙ্খিত এই দুরবস্থা নিয়ে পরীমনি লজ্জিত বলে জানালেন তার আইনজীবী। ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার বাসা থেকে উদ্ধার হওয়া মাদক নিয়ে বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ অস্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধারসহ বাকি ৩ জনকেও ৪ দিন করে রিমান্ড দেন আদালত।
এর আগে সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, পরীমনির মদের লাইসেন্স থাকলেও তা ছিল মেয়াদোত্তীর্ণ। ঘরে বার রাখার অনুমোদনও ছিল না। যার যোগানদাতা ছিলেন রাজ।
এরপর পরীমনিসহ গ্রেপ্তার ৪ জনকে হস্তান্তর করা হয় বনানী থানায়।