১৬ জেলায় ১৬৭ মৃত্যু

2107
শেয়ার করতে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রাজশাহীসহ ১৬ জেলায় করোনা ইউনিটে আরো ১৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মাধ্যে করোনায় মারা গেছেন ৯৩ জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের।

আজও ময়মনসিংহ করোনা ডেডিকেটেট হাসপাতালে করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছে ৯ জন আর উপসর্গে ১২ জন। রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে ১৮ জনের। এদেরমধ্যে করোনায় মারা গেছে ৬ জন আর উপসর্গে ১২ জন। কুষ্টিয়ায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১৪ জন। বাকি ৪ জন মারা গেছে উপসর্গে।

বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ১১জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। বগুড়া করোনা হাসপাতালে মারা গেছে ১৭ জন। যাদের ৯ জন মারা গেছে উপসর্গ নিয়ে। এদিকে, চট্টগ্রাম ও রংপুরে মারা গেছে ১১ জন করে। এছাড়া, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁদপুরে ১০ জন, চুয়াডাঙ্গা ৬ জন, ফরিদপুরে ৭ জন, যশোরে ৮ জন, বাগেরহাটে ৪ জন, ঝিনাইদহে ৬ জন, নেত্রকোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন