মেট্রোরেলের আরও ১০ বগি ও দুই ইঞ্জিন মোংলা বন্দরে

2061
শেয়ার করতে ক্লিক করুন

মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম.ভি হরিজন-৯। আজ মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে পণ্য খালাসের জন্য অবস্থান নিয়েছে জাহাজটি।

গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে আসা এ জাহাজে মেট্রোরেলের ১০টি বগি ও দুটি ইঞ্জিনের ৪৩টি প্যাকেজ সরঞ্জাম রয়েছে। তবে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে এসব পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরপর এগুলো নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরায় দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘এর আগে গত ৩১ মার্চ এম. ভি এস. পি. এন ব্যাংকক জাহাজে ছয়টি ও ৫ মে এম. ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি মোংলা বন্দরে খালাস হয়।

শেয়ার করতে ক্লিক করুন