রাজধানীতে অপ্রয়োজনে বের হয়ে আটক ২৪৯

2011
শেয়ার করতে ক্লিক করুন

সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের হওয়ায় মিরপুর, তেজগাঁও, রমনা, মোহাম্মদপুর, হাতিরঝিল ও শাহবাগ এলাকা থেকে ২৪৯ জনকে আটক করেছে পুলিশ। যাঁরা বের হয়েছেন তাঁরা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বিধি-নিষেধ আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন জানান, যাঁদের আটক করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হবে।

শেয়ার করতে ক্লিক করুন