এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি ঘোষনা

2001
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনের জন্য কর্মসূচি ঘোষনা করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জানান, ১ থেকে ১৪ জুলাই প্রতিদিন পল্লী নিবাসসহ দেশের সকল মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া সম্মিলিত জাতীয় জোটের উদ্যোগে বিভিন্ন স্থানে হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কমিটি গঠন: এসব কর্মসূচি পালনের জন্য জাফর ইকবাল সিদ্দিকীকে আহবায়ক ফখর উজ জামান জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-কাজী মামুনুর রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সেকেন্দার আলী মনি, শেখ শহিদুজ্জামান, মো. আক্তার হোসেন, শাহ আলম তালুকদার, নূর ইসলাম নূর, মো. সিরাজুল ইসলাম ও কাজী রুবায়েত হোসেন।

শেয়ার করতে ক্লিক করুন