মেট্রোরেল চলাচল বন্ধ

12
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টার পরে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে৷ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএলের ফেসবুক পেজে সকাল ১০টার দিকে এ কথা জানানো হয়েছে৷

এতে বলা হয়, অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ার পরে রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে কারওয়ান বাজার ও মতিঝিলের অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েছেন৷

মেট্রোরেল যাত্রীদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি’ পেজে ভুক্তভোগী আনোয়ার পারভেজ লিখেছেন- ৯ টা ৯মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্লাটফর্মেই যান্ত্রিক/সিগনাল ত্রুটিতে পরে। অতঃপর ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৫ মিনিট।

মো. আমিরুল ইসলাম মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে যাচ্ছিলেন৷ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি লিখেছেন, মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়ার মেট্রোরেলটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তিন মিনিট দাঁড়িয়ে ছিলো৷ কারওয়ান বাজার স্টেশনে এসে আবার ১০ মিনিট দাঁড়িয়ে থাকলো৷ পরে মাইকে ঘোষণা হলো, মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে মেট্রোরেল চলাচল করবে না৷ যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলো৷

শেয়ার করতে ক্লিক করুন