‘সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের সিদ্ধান্তে চিকিৎসক ও জনগণ খুশি’

1106
শেয়ার করতে ক্লিক করুন

সরকারি হাসপাতালে বেসরকারিভাবে রোগী দেখার সিদ্ধান্তে চিকিৎসক ও জনগণ খুশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বললেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়। জনগণকে আরও বেশি স্বাস্থ্য সেবা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নার্সদের লাইসেন্স প্রাপ্তির পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিরোধী দল এই সেবা নিয়ে যে অভিযোগ করেছে, তা ঠিক নয়। করোনার সময় বিরোধী দল কোথায় ছিল, তারা তো ভ্যাকসিন নিয়েও বিরোধিতা করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকালে মানুষের কাজ থাকে, তাই বিকেলে ডাক্তার দেখাতে বেশি পছন্দ করেন মানুষ। হাসপাতালে বিকেলে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায় না, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি হাসপাতালে রোগী দেখার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকার কথাও জানান জাহিদ মালেক। আরও জানিয়েছেন, এই সেবা নিয়ে সবাই ইতিবাচক কথা বলছেন।

শেয়ার করতে ক্লিক করুন