২ পরাশক্তির বিরোধিতায় গণহত্যার স্বীকৃতি মিলছে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

830
শেয়ার করতে ক্লিক করুন

দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধিতার কারণে ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (২৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সম্প্রীতির বাংলাদেশ’ এর আয়োজনে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও চীন, পাকিস্তানের পক্ষে ছিল। তাই তারা এখনও চায় না, বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাক। তবে গণহত্যা নিয়ে গবেষণামূলক অনেক কাজ হচ্ছে। অচিরেই স্বীকৃতি মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি জানান, ৭১ এ নিহতের সংখ্যা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা অমূলক। মুক্তিযুদ্ধে ৩০ লাখের বেশি মানুষ শহীদ হয়েছিলেন।

অনুষ্ঠানের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায় বলেন, যত সময়ই লাগুক, বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করবে।

শেয়ার করতে ক্লিক করুন