দম ফুরিয়ে গেছে, তাই মিছিল ছেড়ে হাঁটতে শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

1216
শেয়ার করতে ক্লিক করুন

বিএনপির দম ফুরিয়ে গেছে আর তাই তারা মিছিল ছেড়ে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রামে মেট্টোরেল ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি পেট্টোল বোমা হামলা, মানুষ হত্যাসহ নানা কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এ থেকে ফিরতে হলে তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, বিএনপির যে পদযাত্রাসহ কোন কর্মসূচিই মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। শুধু দেশের মানুষ নয় বিএনপির সাথে নিজদলের কর্মীরাও নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে আর তত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। যথাযথ নিয়মেই নির্বাচন হবে। এতে অংশ না নিলে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গেল ২২ নভেম্বর প্রকল্পটি একনেকের অনুমোদন লাভ করে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি যানজট নিরসন হবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে বলে মনে করছেন সবাই।

শেয়ার করতে ক্লিক করুন