ডিসেম্বর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার নয়: পরিবেশমন্ত্রী

1233
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

জনস্বাস্থ্য রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে গাড়ি চালকদের সচেতন হতে হবে।

মন্ত্রী বলেন, অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। আর শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।

শেয়ার করতে ক্লিক করুন