অনুমতি দিক বা না দিক, ১০ ডিসেম্বর সমাবেশ হবে: গয়েশ্বর

1187
শেয়ার করতে ক্লিক করুন

পুলিশ অনুমতি দিতে অপারগ হলেও বিএনপি ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, অনুমতি দিলেও করবো, না দিলেও সমাবেশ করবো।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা জেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান। গয়েশ্বর রায় বলেন, দেশে এখন গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও ভোটাধিকার নেই। বিচারের নামে অবিচারের শিকার জনগণ। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলছে বলে মন্তব্য করেন তিনি।

অন্য বিভাগের মতো ঢাকার সমাবেশ ঘিরেও যান চলাচল বন্ধের পদক্ষেপ নিতে পারে সরকার, এমন শঙ্কার কথাও জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সরকারের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ঢাকার মহাসমাবেশ সফল করা হবে।

শেয়ার করতে ক্লিক করুন