বিএনপির অরাজকতার তথ্য জাতিসংঘ প্রতিনিধিকে জানানো হয়েছে: তথ্যমন্ত্রী

1325
শেয়ার করতে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের নামে বিএনপির অরাজকতার তথ্য জাতিসংঘ প্রতিনিধিকে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তথ্যমন্ত্রী।

এ সময় বিক্ষোভ-সমাবেশের নামে বিএনপিকে নাশকতার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছে ধারাবাহিকভাবে সরকারের বিষোদগার করছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। সেই সঙ্গে দলটি নিজেদের দাবি-দাওয়া তুলে ধরছে। এমন পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়ক মিজ গুয়েন লুইস। নিজ কার্যালয়ে মিজ লুইসের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের।

তিনি জানান, রাষ্ট্রপুঞ্জের এ প্রতিনিধির কাছে তুলে ধরা হয়েছে বিএনপির মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন সময় করা সহিংস কর্মকাণ্ডের কথা।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ঘিরে বিএনপি বিশৃঙ্খলা ও নাশকতা করতে চায়।

তবে রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি জাতিসংঘের প্রতিনিধি।

শেয়ার করতে ক্লিক করুন