জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের বিষয়ে ঐকমত্য

1194
শেয়ার করতে ক্লিক করুন

নানা দর কষাকষির পর অবশেষে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় ক্ষতিপূরণ দিতে সমঝোতা হয়েছে জলবায়ু সম্মেলনে। রোববার (২০ নভেম্বর) মিসরের শার্ম আল শেখে কপ টুয়েন্টি সেভেন সম্মেলনে এ বিষয়ে একমত হয় উপস্থিত প্রায় ২০০ দেশ। খবর রয়টার্সের।

প্রাথমিকভাবে জানানো হয়, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে দরিদ্র দেশগুলো। এর আগে, সম্মেলনের সময় শেষ হলেও এ বিষয়ে ঐকমত্যের জন্য তা বর্ধিত করা হয়। এ নিয়ে টানা দু’দিন ধরে চলে দর কষাকষি। অবশেষে ঝড় ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে তাৎক্ষনিক খরচ বহন করতে লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনে সম্মতি দেন নীতি নির্ধারকরা।

আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর দুর্যোগ মোকাবেলা, উদ্ধারকাজ ও পুনর্গঠনে এই অর্থ ব্যয় করা হবে। শর্তযুক্ত এই তহবিল বহুজাতিক উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ছাড় করা হবে বলেও জানানো হয়। তবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে রূপরেখা তৈরির প্রয়োজন ছিলো- সে সংক্রান্ত চুক্তি থেকে বিরত থেকেছে উন্নত দেশগুলো।

শেয়ার করতে ক্লিক করুন