নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সব দলের অংশগ্রহণ চায় তুরস্ক

1180
শেয়ার করতে ক্লিক করুন

একটি দেশের নির্বাচন কীভাবে হবে তা ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, তবে তুরস্ক অংশগ্রহণমূলক ভোট চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। আর এজন্য দলগুলোকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর একটি হোটেলে- সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখা হবে কি-না, তা বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তের বিষয়। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। সেজন্য অবশ্যই তাদের ভোটে আসতে হবে।

রোহিঙ্গারা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে তুরান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে, নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। নির্বাচন নিয়ে যারা মন্তব্য করছেন তাদের সতর্ক করা হবে বলেও জানান তিনি। সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

শেয়ার করতে ক্লিক করুন