সরকার ৭৫ মতো দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে : খন্দকার মোশাররফ

1204
শেয়ার করতে ক্লিক করুন

সরকার ৭৫ মতো দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৪ বছর ধরে জোর করে ক্ষমতায় এ সরকার। ৭৫ মতো দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার।

তিনি বলেন, সারাদেশে হাহাকার চলছে দেশের মানুষ মুক্তি চায়, এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার প্রধান বলছে দেশে দুর্ভিক্ষ হবে। সরকার লুটপাট করে টাকা পাচার করে দেশকে শেষ করে দিয়েছে।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগন তাই শত বাধার পরও মহাসমাবেশে উপস্থিত হচ্ছে। সরকারও বুঝে গেছে তাদের সময় ঘনিয়ে এসেছে। সরকার চুরি ও লুটপাটে কারণে ভিত। শহীদ জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে।

শেয়ার করতে ক্লিক করুন