জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপি অচল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির কার্য়ালয়ে কাউন্সিল বিষয়ক এক সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৭ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না। এটা বিএনপির দলের সিদ্ধান্ত, সরকারের নয়।
একই সাথে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোন সমাবেশ করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতি সভা ও ধারাবাহিক কর্মসূচি হচ্ছে। বিএনপির সঙ্গে এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। দলের পূর্বনির্ধারিত কর্মসূচি।
তিনি আরও জানান, মূল দলের সম্মেলনের আগেই সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সকল সংগঠনের কাউন্সিল হবে। আগামী ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল হবার কথা আছে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।