নির্ধারিত সময় ১ জানুয়ারিতেই বোর্ডের বই সব শিক্ষার্থীর মাঝে বিতরণ করা যাবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে কাগজের দামের কারণে প্রকাশক ও বিক্রেতারা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ঢাকা মহানগর নাট্যমঞ্চে শনিবার (২৯ অক্টোবর) পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় বোর্ডের বই নির্ধারিত সময়ে দেয়া নিয়ে এমন বক্তব্য উঠে এসেছে। সভায় নোট-গাইড বিক্রেতা, মুদ্রণ শিল্প ও প্রকাশকরা শুল্কমুক্ত কাগজের সুবিধা দাবি করেন। তা না হলে ১ জানুয়ারি বিনামূল্যে বোর্ডের সবাইকে বই দেয়া সম্ভব না বলে সতর্ক করেছেন তারা। জানান, কাগজের সঙ্কট দূর না হলে বইয়ের সঙ্কটও দূর হবে না।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কাগজ ব্যবসায়ীদের সাথে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি সঙ্কট কেটে যাবে। শিশুদের শিক্ষা কার্যক্রম কোনোভাবেই ব্যাঘাত হবে না।