খুলনায় বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

975
শেয়ার করতে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, খুলনায় বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে না।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

আসাদুজ্জামান খান কামাল আরও দাবি করেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যাদের আটক করছে, নিয়ম মেনেই করা হচ্ছে।

তিনি বলেন, যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) আছে কিংবা যারা ভাঙচুর করেছে, তাদের ধরপাকড় চলছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’শুরু হয়েছে। এতে নগরীতে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিকরা কেন বাস বন্ধ করেছে, তা আমাদের জানার বিষয় নয়। তারা কেন যানবাহন বন্ধ করেছে, এ নিয়ে এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না।

শেয়ার করতে ক্লিক করুন