সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

1256
শেয়ার করতে ক্লিক করুন

বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ করে রোববার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ চায় না গণতন্ত্র থাকুক তাই সন্ত্রাসী হামলা করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পরিকল্পিত এই হামলা। এইভাবে সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, বাকশাল কায়েম করতে চায় সরকার। জনগণকে শোষণ ও লুটপাট করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি আরও বলেন, বিরোধী দল নির্বাচন আসুক এটা সরকার চায় না। উস্কানি দিয়ে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীনরা এসব হামলা করছে ।

কর্মসূচি বিষয়ে তিনি বলেন, বলেন, গতকাল ঢাকায় সমাবেশে হামলার ঘটনা ঘটেছে, একই সঙ্গে সারাদেশেই যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ৩টায় উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করতে ক্লিক করুন