যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমকে ভয় পায়: কাদের

1082
শেয়ার করতে ক্লিক করুন

যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি।

বুধাবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসের লক্ষ্য ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেহের আফরোজ চুমকি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল আউয়াল শামীম প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করতে ক্লিক করুন