পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি কারও উপর আ.লীগ নির্ভরশীল নয়: কৃষিমন্ত্রী

1210
শেয়ার করতে ক্লিক করুন

আমাদের কেউ যদি বিদেশি সহায়তার কথা বলে থাকে, এটা ঠিক না। পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি কারও উপর আওয়ামী লীগ নির্ভরশীল নয় বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শনিবার (২০ আগস্ট) সকালে বিএসএমএমইউ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, হুমকি দিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। আর বিএনপি যেভাবে নিজেদের কবর খুঁড়েছে, তারা কোনোদিন ক্ষমতার আসতে পারবে না। আমরা আমাদের শক্তিতে, জনগণের শক্তিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো।

বিএসএমএমইউ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন, ২০২৩ সালে নির্বাচন এই সরকারেই অধীনেই হবে। ইসি যে নির্দেশনা দেবে সেভাবে সরকার কাজ করবে বলেও জানান কৃষিমন্ত্রী। জনগণের শক্তিতে নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামীগ লীগ সরকার ক্ষমতায় আসবে বলে মনে করেন তিনি।

শেয়ার করতে ক্লিক করুন