আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

1225
শেয়ার করতে ক্লিক করুন

আওয়ামী লীগ বাংলাদেশের আত্মা ও দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এটাই তাদের বড় অপরাধ বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ইউট্যাবের মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। বলেন, এই সরকার লুটেরা সরকার, তাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। তারা দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখা জানতে চান।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই বর্গীরা সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। তাই এখন আর কোনো নির্বাচনি কথা নয়, সরকারের পতনই মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

শেয়ার করতে ক্লিক করুন