প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাক্ষাৎ

1321
শেয়ার করতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

বুধবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ ও গণমাধ্যমের মৌলিক স্বাধীনতায় বিশ্বাসী।

এ সময় মিশেল ব্যাচেলেট শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করতে ক্লিক করুন