বঙ্গবন্ধুর উত্তরাধিকার হিসেবে স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী: কাদের

1087
শেয়ার করতে ক্লিক করুন

জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের অগ্রগতিতে থামিয়ে দিতে চেয়েছিলো খুনিরা। তবে তা সফল হয়নি। বঙ্গবন্ধুর উত্তরাধিকার হিসেবে তার স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

লড়াই সংগ্রামের সেই ঐতিহ্যের সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুগ যুগ ধরে বেঁচে থাকবে বলেও এসময় আশা ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের উত্তরাধিকার আওয়ামী লীগ যুগযুগ ধরে বেঁচে থাকবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির জাতির মুক্তির জন্য বহু আন্দোলন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুকে ছাড়া বাঙালিকে নিয়ে কেউ ভাবেনি। তিনি অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনার সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করেছেন।’

আজ ভোর সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণের সামনে শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরেন কাদের।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটনসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন