এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক সাকিব

1108
শেয়ার করতে ক্লিক করুন

সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আপাতত এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকছেন টাইগার এই অল-রাউণ্ডার। এছাড়া টি-টোয়েন্টি দলের বড় চমক হিসেবে ফিরছেন সাব্বির রহমান।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন , নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

ইনজুরি থাকলেও দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। মিনহাজুল আবেদীন জানিয়েছেন ২১ তারিখে সোহানের চূড়ান্ত রিপোর্ট আসবে। এরপরই পজিটিভ কিছু হলে দলে থাকবেন তিনি। তবে নেই ইনজুরিতে থাকা লিটন দাস ও ইয়াসির আলী।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন এই ১৭ জনের দলের সাথে স্ট্যান্ড বাই হিসেবে যাবেন আরও ৪ জন। পরবর্তীতে জানানো হবে তাদের নাম। শনিবার বিকেলে গুলশানে বিসিবি সভাপতির সঙ্গে সাকিবের বৈঠক শেষে দল ঘোষণা করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন